0
comments

Tuesday, July 12, 2011

কিছু কথা যা না বললেই নয়


অনলাইন এ আয় !!! 

আমার কথা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার কোন পাগল । কিন্তু নাহ আমি কোন পাগলের প্রলাপ বকছি নাহ । কিছু মানুষ নিজেরা ইনকাম করে অন্যদেরকে আসলে বিচ্ছিন্ন করে রেখেছে এই অদ্ভুত সুন্দর জগত থেকে
এটা হয় আসলে কিছু মানুষ প্রতারনা করে আবোলতাবোল জিনিষ শিখিয়ে বেশ ভাল অংকের টাকা হাতিয়ে নেয় । আর কিছু সহজ সরল মানুষ ধোঁকা খায়... শুধু মাত্র সঠিক তথ্য না জানার কারনে। ন্যাড়া বেল তলায় একবারই যায় । সুতরাং তাদের মনে ভুল ধারনার জন্ম নেয়। আমার এই ব্লগ লেখা শুধুমাত্র আমার কিছু সংখ্যক শুভাকাঙ্ক্ষী বন্ধুর ইচ্ছার পরিপ্রেক্ষিতে...








আমার কষ্টের দিনগুলো

সত্যি বলতে কি.. আল্লাহর অশেষ রহমতে আমার অর্থ বিত্তের কোন কষ্ট নেই । প্রথম এবং খুবই ইম্পরট্যান্ট ছিল ইনফরমেশন যোগার করা এবং সত্য-মিথ্যা যাচাই করা... যেটা ছিল অনেক কষ্টকর... যেটার পরিণতি হত প্রায়ই দুর্দান্ত হতাশার... আর বলতাম ইনকামের গুষ্টি-কিলাই । তারউপর বিজ্ঞ বিজ্ঞ বন্ধুবান্ধব , বড়ভাই , স্যাররা তো ছিলই । জানত না আগামাথা কিছুই । কিন্ত বড় বড় লেকচার এর কোন অভাব ই হত নাহ । আর দুনিয়ার যত সব ভুল-ভাল এ ভর্তি ইনফর্মেশন ......ওগুলো ছিল এরকম...


"আমার অমুক বন্ধু এত কামাইসে... ওই ভাই অত কামাইসে ...তার ভাই অই শিখাইতেসে , অমুক স্যার অই কোচিং খুলসে......নানা রকম পিকুলিয়ার পার্ট মারা কথাবার্তা "




কিন্তু ফলাফল সেই রসগোল্লাই......
আমি কিন্তু এই লাইনের কোন পাবলিক না । আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ।এই লাইন এ যখন আসলাম তখন দেখলাম চারদিকে সব ধাপ্পাবাজি । যে-খানেই যাই সেখানেই ছ্যাকা..কিন্তু আমার ত্যাড়া আগ্রহের কোন কমতি ছিল না । হয়তো ওই কারণেই আজকে আমার সাফল্যের পথচলা...।






আসলেই কি আয় সম্ভব নাকি সব ধোঁয়াশা ..???

খুবই সম্ভব । একটা কথা মাথায় রাখা প্রয়োজন কোন কিছুই সহজলভ্য নয় । কেও যদি সহজে ইনকাম করতে চান সেটা অবশ্যই বৈধ পথে সম্ভব না । কোন ভাবেই না । অনেকেই সহজ মনে করে বড়সড় ধরা খেয়ে একেবারে ব্যাকফুটে চলে গেছেন । ফরওয়ার্ড এ আর আসতেই চান না । কিছু দিন আগেও উনিপে টু বড় দাঁও মেরে ভেগেছে । কথাটা কঠিন হলেও একেবারে সত্য । যাইহোক কেও যদি ইচ্ছা করে অতি লোভের আশায় ধরা খান সেটা আমার বিবেচ্য বিষয় নয়
রসকষ তো অনেক হোল এখন আমি আপনাদের কে বলব কিভাবে বৈধ ভাবে ইনকাম করা যায় এবং এর বিভিন্ন পদ্ধতিগুলো । তবে যেটা খুবই দরকার সেটা হোল ধৈর্য এবং কমপিউটার এর উপর বেসিক নলেজ । আর অবশ্যই অন্যকে সাহায্য করার মানসিকতা থাকা খুব বেশি জরুরী । কারণ পারস্পরিক সমঝোতা ভাল হলে একটা গ্রুপ হয়ে কাজ করা যায় ।

শুরুর গল্প

আসলে সত্যি বলতে কি আমার ও ইনকাম শুরু হয়েছিল ঠেলা-গাড়ি চালানোর মতো করে । তখন সবাই হাসত আবোলতাবোল বলত ।কিন্তু আমি কখনও হতাশ ছিলাম না । কারণ এটা ছিল আমার কাছে খেলাধুলার মত । মজা করে কাজ করতাম । কিন্তু একসময় দেখলাম অনেক দূর চলেএসেছি ।
ইনকাম এর চিন্তা তখন ছিলই না । যাইহোক এখন কাজের কথায় আসি । ইন্টারনেট এ আমার পদচারণ ক্লাস সেভেন থেকে । শুরুরদিকে বিভিন্ন সফটওয়্যার এর কাজ করতাম ।
ভালভাবে কাজ করা শুরু ক্লাস নাইন থেকে । এভাবেই পথচলা শুরু..............





 মাইক্রোওয়ার্কার্স দিয়ে আমার ইনকাম শুরু হয়েছিল । তাদের টাকার অংক কম হলেও একেবারে বৈধ একটা কোম্পানি ।আর ও আছে মিনিটওয়ার্কার , জববয় । সবচেয়ে ভাল হল
মাইক্রোওয়ার্কার্স । এখন পর্যন্ত আমি সর্বমোট ১৪৪ ডলার পেয়েছি মাইক্রোওয়ার্কার্স থেকে ।
প্রথম মাসের ইনকাম ছিল ১৭ ডলার । যেটার ছবি আমি তুলে রেখেছিলাম ।



এরপর কাজ করেছিলাম আমাজন টার্ক এ । ওখান থেকেও পেয়েছিলাম প্রায় ২৭ ডলার । এরপর কাজ করেছিলাম ক্লিক্সিয়া তে । ওটাও একটা ভাল সাইট ইনকাম শুরুর জন্য । আর ও আছে ক্লিকসেন্স । এই সাইট গুলোতে কাজ করার জন্য অবশ্য এলআর্ট পে তে অ্যাকাউন্ট থাকা লাগে । এরপর মাস্টার কার্ড এ টাকা পাঠাতে হয় ।


তাদের পেপাল সাপোর্ট ও আছে কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশ এ পেপাল থেকে টাকা তোলার কোন অপশন নেই । আশেপাশের সব দেশ এই আছে কিন্তু আমাদের নেই । যাইহোক এগুলো নিয়ে বলতে গেলে আরেকটা ব্লগ লেখা হয়ে যাবে । তাই আপাতত ক্ষান্ত দেই ।

আরও কিছু  সাইট আছে  যেগুলো তে ক্লিক করে ডলার পাওয়া যায় । এগুলোকে বলে PTC সাইট।  সাইটগুলোর জন্য একটা ট্রিক্স আছে ।
যেগুলো আমি ঠাণ্ডা মাথায় বের করেছি । যে সব  সাইট ছয় মাসের পুরনো হয়ে যায় ওগুলো তে আর ইনভল্ভ না থাকাই
বুদ্ধিমানের কাজ । মোটামুটি প্রথম দিকে সাইট গুলো ভাল থাকে ঠিক ভাবে পে করে । আর অবশ্যই সাইটগুলোর ফোরাম এ
অলটাইম হাই-হেলো  চালিয়ে যাওয়া উচিত ।  ওখানে থাকলে আপনার লাভ হচ্ছে সাইট এর সাম্প্রতিক কাজকারবার সম্পর্কে
আপনি অবগত থাকবেন । এসব সাইট থেকে মেইন লাভ হচ্ছে রেফারেল আরনিং । বড়ই চমকপ্রদ একটা সিস্টেম । উদাহরন হিসেবে বলা যায় ধরুন ৫ টা  সাইট এ রেগুলার গিয়ে ক্লিক মারেন । প্রত্যেক টাতে আপনার রেফারেল আছে  ১০ জন করে । প্রতি ক্লিক এর
জন্য আপনি পাবেন ০.০১ করে । মোট ক্লিক করতে পারবেন ৪ টা । তাহলে দিনে ০.০৪  আর ৫ টি সাইট এর জন্য দিনে ০.২ ।
মাসে ৬ ডলার । এখন আসুন দেখুন রেফারেল এর কারিশমা । প্রতি রেফারেল ক্লিক এর জন্য আপনি পাবেন   ০.০২ করে ।
তাহলে দশ জন রেফারেল মানে  ১০*.০২= .২  তাহলে ৫ টি সাইট এর জন্য দিনে ১ ডলার । অর্থাৎ মাসে ৩০ ডলার আপনি
কোন কষ্ট ছাড়াই পেয়ে যাচ্ছেন । সত্যি বলতে কি এই  জিনিসটা আমার একেবারে অপছন্দ । কিন্তু তাও লিখলাম অনেকেই
আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন ওই জন্য । যাই হোক  এইসব সাইট থেকে টাকা উঠানোর দুইটা পদ্ধতি থাকে ।
একটা পেপাল অন্যটা হোল এলারট পে । এখন আপনার যদি ইচ্ছা থাকে আপনি শুরু করে দিতে পারেন । গুড-লাক ।




 আমার পরীক্ষা অতি সন্নিকটে । সময় সল্পতার কারণে আমি আর বিস্তারিত লিখতে পারছিনা বলে খুবই দুঃখিত ।  তবে পরীক্ষা  শেষে  আমি  আবার ফিরে আসব ।


আর ও বিস্তারিত কিছু  জানার জন্য এই লিঙ্ক গুলোতে এ ক্লিক করুন 


 
 

আশা করি উপরোক্ত লিঙ্ক গুলো আপনাদের কাজে লাগবে ।আরও অনেক গরম খবর নিয়ে আসার আগ পর্যন্ত আপাতত বিদায় ।


 

Copyright © 2010 EaRn MoNeY OnLiNe | Premium Blogger Templates & Photography Logos | PSD Design by Amuki